৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

বাবুগঞ্জে ভোট কেন্দ্রে তাবু টানিয়ে ভোট নেয়া কেন্দ্রটি পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৫

বাবুগঞ্জ প্রতিনিধি : . বরিশালের বাবুগঞ্জ উপজেলারজাহাঙ্গীরনগর ইউনিয়নের ১ নং নম্বর ওয়ার্ডে পশ্চিম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাবু টানিয়ে ভোট নেয়া কেন্দ্রটি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার বিকেলে ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ,জে ফাউন্ডেশনে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ সুজন বেপারী,শ্রমিক দল নেতা মোঃ রেজাউল করিম,মোঃ সালাউদ্দিন, মোঃমাসুম,প্রধান শিক্ষক মোঃ এবাদুর হকখান,শিক্ষক মোঃআমিনুল ইসলাম, মোঃজাকির হোসেন সবুজ,বাবুল তালুকদার,মোঃমোয়াজ্জেম হোসেন প্রমূখ । বক্তারা বলেন, দীর্ঘ দিন ১নং ওয়ার্ডের পশ্চিম ইসলামপুর এক পক্ষ বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষ না থাকায় মাঠে তাবু টানিয়ে ভোট নিয়ে আসছেন। কিন্তু একই এলাকার একই ১নং ওয়ার্ডে অবস্থিত পশ্চিম ইসলামপুর ৬ কক্ষ বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

 

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন