৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

সন্দ্বীপে মাস্টার কামাল উদ্দিনের ৫৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫

কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শিক্ষানুরাগী মাস্টার কামাল উদ্দিনের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ব্যাংকার সামছুল আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার কামাল উদ্দিনের সহকর্মী কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত হেড মাওলানা আব্দুল হান্নান।
সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার হুমায়ুন কবির, কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, এবি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, সন্দ্বীপ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বৃত্তি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক একে এম ফজলুল করিম।

বক্তব্য দেন সন্তেষপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার এস এম হালিম উল্ল্যা, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মাস্টার কামাল উদ্দিনের ছাত্র হুমায়ুন কবির বাহার, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাস্টার কামাল উদ্দিনের ছাত্র মো. আফলাতুন, দারুল উলুম উসয়াতুল ইসলামি দাখিল মাদ্রাসার সুপার ও বৃত্তি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সোলাইমান চৌধুরী, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ও সমাজ সেবক, বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন, মাকসৃ’র সভাপতি মন্ডলীর সদস্য, কালাপানিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যাংকার রেফায়েত হোসেন রিপন, এসডি আই সরকারি মাকসৃ সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক সভাপতি ও এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ভুঁইয়া রিপন, মাকসৃ সদস্য ও কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরফুল আজাদ শিবলু।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুর ইসলাম, কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মাকসৃ সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক সভাপতি রিদওয়ানুল বারী বাহার ও বর্তমান প্রধান শিক্ষক ছানাউল্যা, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মাহবুবুল মাওলা কানন, মধ্য কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন নন্দী দাস, বেসরকারি সংস্থা এসডিআই এর কালাপানিয়া ইউনিয়ন সমন্বয়ক সিরাজুল ইসলাম, মাকসৃ’র সিনিয়র সহ-সভাপতি সফিউল আজম, সহ-সভাপতি মাস্টার মোশারফ হোসেন, সদস্য আজিম উদ্দিন সাহাব, সদস্য সাহেদ সারওয়ার রাসেল, মাস্টার আশরাফুল মাওলা সাকিল, মাস্টার নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, সদস্য সাইমুন ইসলাম রিপাত, মেহেরাজ, মোবারক, ফজলে রাব্বি, মাহমুদুর রহমান মাছুম সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শাহজালাল এবং স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সামছুল আজম।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিয়মিতভাবে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কোরআন খতমের আয়োজন করে আসছেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষানুরাগীরা।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন