আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫
স্টাফ রিপোর্টার ঃঃ করাপুর ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি আজাদী হাসানাত ফিরোজ এর নেতৃত্বে সকাল ১০ টায় দিকে ১ নং রায়পাসা কড়াপুর ইউনিয়ন পাচগাও মাদকমুক্ত অভিযান পরিচালনা করা হয় । এ সময় ঐ এলাকার মৃত্যু আব্দুল শহিদের ছেলে মাদক বিক্রেতা জসিম (২৭) কে এলাকাবাসী ধরে তার সাথে ৩০০গ্রাম গাজা উদ্ধার করে এলাকাবাসী। পরে আসামি শহিদকে পুলিশে সোপর্দ করেন। এলাকায় কোন মাদক ব্যবসায়ীকে এলাকায় আশ্রয় দেয়া হবে না এবং কেউ মাদকে সাথে সংযুক্ত থাকলে তা তাকে এলাকা থেকে বিতারিত করা হবে এই ঘোষনা দেয়া হয়। এলাকায় এই মাদক অভিযান পরিচালনাকালে এলাকাবাসীর পক্ষ থেকে আজাদী হাসানাত ফিরোজকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে এলাকাবাসী জানায়।