বরিশাল কারাগার থেকে ছেলেকে মুক্ত করতে ভিখিরী হলেন মা
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫
বরিশাল কারাগার থেকে ছেলেকে মুক্ত করতে ভিখিরী হলেন মা
আপডেট:
মো: নাসির উদ্দিন / কামরুল হাসান হাওলাদার ঃঃ প্রেমপলায়নের জেরে প্রশ্নবিদ্ধের আদালতে অপহরনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ছেলে।সেই ছেলেকে ছাড়ানোর খরচ জোগানো করতে ভিক্ষা করে মা।প্রতিদিনের ভিক্ষার পয়সায় আদালতে আপিলের খরচ দিয়ে ছেলেকে মুক্ত করার জন্য তার মা।বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা এলাকায় মামাতো ফুফাতো ভাই-বোনের প্রেমের ঘটনায় প্রেমিক মাজাহারুল ইসলাম (২৩) জেলহাজতে রয়েছেন।ছেলেকে কারা মুক্ত করতে বরিশালের নগরীর পথে প্রান্তে ঘুরে এমনকি আদালতের বারান্দায় ও ভিক্ষা করছেন তার মা মাহিনুর বেগম।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান জানায়, চলতি বছরের ২৩ জুন আছিয়া বেগম বাদী হয়ে মাজাহারুল ইসলাম (২৩) এর বিরুদ্ধে মামলা করেন। তদন্তে দেখা যায়, মেয়েটি আসামির সঙ্গে পলাশপুরে অবস্থান করছিল। তবে তদন্ত কর্মকর্তা স্বীকার করেন, ঘটনাটি প্রেমঘটিত পালিয়ে যাওয়ার সঙ্গেও সম্পর্কিত।কিন্তু মেয়েকে পরিবারের জিম্মায় দেয়া হলেও ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।প্রেমিকের মা মাহিনুর বেগম (৪৫) বলেন,-তার ছেলে ও ওই কিশোরীর মধ্যে পারস্পরিক প্রেমের সম্পর্ক ছিল।এর প্রমাণ হিসেবে তিনি ছেলের ব্যবহৃত মোবাইলে থাকা তথ্যের কথা উল্লেখ করেন, যদিও সেটি পুলিশ নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মাহিনুর বেগমের স্বামী বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যান। অল্প আয়ে সংসার চালাতে তিনি একসময় অন্যের বাসায় কাজ করতেন। বয়স ও অসুস্থতার কারণে আর কাজ করতে পারেন না। ছেলে হেলপারের কাজ করে সংসার চালাত। এখন ছেলে জেলে থাকায় তিনি আদালত চত্বরে ভিক্ষা করছেন। তার অভিযোগ, ‘ওকিলগো কাছে গেলে আমার ভিক্ষা করা ৩০০-৫০০ টাকা নিয়ে যায়, কিন্তু ছেলে মুক্ত হয় না। এখন নতুন এক উকিল পেয়েছি, উনি টাকা চাননি।’এ ঘটনায় বরিশালসহ গ্রামে নানা আলোচনা চললেও অপহরণ মামলা চলমান রয়েছে।এদিকে মা একমাএ ছেলেকে মুক্ত করতে ভিক্ষা করে অর্থ জোগাড় করছেন অসহায় মা মাহিনুর বেগম।