১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ সমাবেশ

আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৫

মনির উল ইসলাম হাওলাদার  :: ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা হিজলা উপজেলায় দলটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলের  মূল দাবিগুলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাইয়ের সনদের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মিছিলের আয়োজন করা হয় । উক্ত মিছিলটি হিজলা উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে খুন্না বন্দরে এসে সংক্ষিপ্ত পথসভা করেন । পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হিজলা উপজেলার সম্মানিত সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি মাওলানা বেলাল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি, ইসলামী যুব আন্দোলনের সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি, শিক্ষক ফোরামের সভাপতি, ইসলামী আইম্মা  পরিষদের সভাপতি সহ একাধিক  নেতৃবৃন্দ। তারা বক্তৃতায় বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজের স্বার্থে কাজ করেনা।৷দলের স্বার্থে রাজনীতি করে, করে জনগনের স্বাথে। তারা রাজনীতি করে ইসলাম দেশ ও মানবতার সাথে
তারা বলেন যদি তারা নিজের স্বার্থে রাজনীতি করতো আরো অনেক আগেই তারা সংসদে যেতে পারত কিন্তু তারা তা করে না এবং আরো বলেন ৫৩ বছরে এই দেশে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাতে বার বার স্বৈরাচার তৈরি হইছে এবং যারা ক্ষমতায় গেছে তারা দেশের স্বার্থ রক্ষা করেনি। তারা নিজের স্বার্থে যত দুর্নীতি অন্যায় অবিচার করছে তাই নির্বাচনে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান।

61 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন