২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে ছয়গাও বাজারে বহু দোকান পুড়ে ছাই – ব্যবসায়ীর মাথায় বাজ

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫

বিজয় নিউজ   ঃঃ  বরিশালের প্রত্যন্ত চর  হিজলার ছয়গাঁও বাজারে গভীর রাতে আগুনে পুড়ে বেশ কটি দোকান পুড়ে ছাই। স্থানীয়দের ধারণা কয়েক লক্ষ টাকা ছড়িয়ে যাবে ক্ষতির পরিমাণ।
২৭ সেপ্টেম্বর শনিবার ছিল বাজারের দিন। রাতে দোকান শেষে যে যার মত করে চলে যায়। ভোর রাত চারটার দিকে আব্দুল হাই দোকানদার এর দোকান থেকে আগুনের সূত্র বলে দাবি করছে স্থানীয়রা। তবে কিভাবে আগুন লাগে তার তথ্য দিতে পারিনি কেউ। একে একে ৮ থেকে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যাও। পথে বসে বেশ কজন দোকানদার। স্থানীয়দের তথ্যমতে ১০ কোটি টাকার সম্পদ পুড়ে নষ্ট হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তা সহ একটি দল এই বাজারে কারেন্ট জলেরও অভিযান চালায়। বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে।
সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান সাবেক মেয়েমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার হাওলাদার। তিনি জানান সকালে খবর পেয়েই ছুটে আসেন সায়গা বাজারে। তার দাবি প্রশাসনের কেউ সকাল পর্যন্ত পরিদর্শনে আসেননি।
স্থানীয় দোকানদার আব্দুল মালেক, সালাউদ্দিন হাওলাদার, আব্দুল হাই, শহীদ নামের একাধিক দোকানদার জানান, ভোর রাত চারটা থেকে পাঁচটার মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনার তলে এসে দেখেন দোকান পুড়ে ছাই। কোন দোকান থেকেই মালামাল উদ্ধার করতে পারেননি তারা। এ বিষয়ে প্রশাসনের আর্থিক সহায়তা দাবি করছেন ব্যবসায়ীরা। সাথে সাথে আগুনের সূত্রপাতের সঠিক তদন্ত দাবি করছেন ভুক্তভোগীরা।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন