৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

তিন মাদ্রাসা ছাত্রী হোন্ডায় পিষ্ঠ বীর দর্পে বকাটে, থানায় মামলা

আপডেট: অক্টোবর ৫, ২০২৫

ফকির সাইফুল ইসলাম /মো মনির উল ইসলাম  ঃঃ তিন বখাটের হোন্ডায় পিষ্ট তিন মাদ্রাসা ছাত্রী। প্রত্যেকে মৃত্যুর প্রহার গুনছে। বখাটে এর বিরুদ্ধে হিজলা থানায় মামলা। পুলিশ খুঁজে পাচ্ছে না তাদের। পরিবারের অভিযোগ প্রশাসনের স্বজনপ্রীতি।

শনিবার ৪ অক্টোবর উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দিতে এমন ঘটনা ঘটে। আহত তানহা, অনিকা, শিফা তিনজন প্রাইভেট পড়ার জন্য শিক্ষকের কাছে যাচ্ছিলেন। তারা প্রত্যেকে মহিষ খোলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।


বখাটে রহমত উল্লাহর পুত্র আরাফাত, রবিউল্লা পুত্র সিদ্দিক হাওলাদার এবং জাহাঙ্গীর হাওলাদারের পুত্র নাজমুল একই হোন্ডায় যাচ্ছিলেন। একপর্যায় ছাত্রীদের উপর হোন্ডা উঠিয়ে দেয়। আহত তিন ছাত্রীকে প্রথমে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। তাদের অবস্থার অবনতি দেখে চিকিৎসক শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও ঠাঁই হয়নি আহত তিন ছাত্রীর। তাদেরকে রেফার করা হয় ঢাকা সলিমুল্লা হাসপাতালে। এমন বক্তব্য মাকসুদ ওরফে মুখতারের।
মুক্তার জানান ছাত্রী তিনজন তার নাতি। হিজলা থানায় অভিযোগ করেছেন, মামলা হয়েছে কিনা জানা নেই। ওদের বাঁচানোর চেষ্টায় তিনি মরিয়া। এরা প্রত্যেকে মাদকাসক্ত, বখাটে, সমাজের ত্রাস।


স্থানীয় ইউপি সদস্য লিটন সরদার জানান, আহত হওয়ার খবর শুনেছেন। যারা এমন ঘটনা ঘটিয়েছে তারা পর থেকে বখাটে। এদের বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিলে ভালো হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম জানান, মাদ্রাসা বন্ধ থাকায় মেয়েদের খোঁজ নিতে পারেননি। পরিবারের সাথে কথা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠান খুললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। হরিনাথপুর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ছেলেগুলো সমাজের ক্যান্সার। এদের বিরুদ্ধে এখনই প্রয়োজনে ব্যবস্থা নেওয়া উচিত।
ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে তিনজনকে আসামি করে হিজলা থানায় নিয়মিত মামলা হয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন