আপডেট: অক্টোবর ২১, ২০২৫
হিজলা (বরিশাল) প্রতিনিধি ঃঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব বরিশাল- ৪ এর পীরসাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আলহাজ্ব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। ২১ আগস্ট মঙ্গলবার হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে সংখ্যালঘু কার্তিক চন্দ্র শীলের বসতভিটা পরিদর্শন করেছেন। কথা বলেন ভুক্তভোগী কার্তিক চন্দ্র শীলের সাথে।
ভুক্তভোগী কার্তিক চন্দ্র শীল অভিযোগ করেন, তার ৭০ বছরের পৈতৃক ভিটা জোরপূর্বক দখল করে নিয়েছে বিএনপি-সমর্থিত ইউসুফ ফকির। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও তিনি ন্যায়বিচার পাননি কার্তিক । হিজলা থানাকেও পাত্তা দেননি এ গ্রুপটি। দলীয় প্রভাব খাটিয়ে তার বাড়িতে জোরপূর্বক বাউন্ডারি দিয়ে আটকে দেন। যাতায়াতের পথ বন্ধ করে দেয় প্রভাবশালী মহলটি । বন্দী দশায় দিন যাপন করছেন তিনি।
মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীর দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে হিজলা থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি অবহিত করেন ও প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই স্বাধীন বাংলাদেশের নাগরিক। শান্তিতে বসবাস করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা জুলুমবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং যে কোনো নির্যাতিত মানুষের পাশে থাকবে।
এ সময় স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ইউসুফ ফকির জানান, তিনি মামুন হাওলাদার নামের এক ব্যক্তির থেকে জমি কিনেছেন। কাগজপত্র দেখতে চাইলে কালক্ষেপণ করেন তিনি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।
পরে শায়েক উপজেলার আছসার উদ্দিন সিনিয়র মাদ্রাসায় দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন।