৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

নাগরিক অধিকার ও বিতর্ক চর্চা’ শীর্ষক সেমিনার

আপডেট: অক্টোবর ৩১, ২০২৫

খবর বিজ্ঞপ্তি ঃঃ সমাজের ভিত্তি সুদৃঢ় করতে এবং তরুণদের মধ্যে নাগরিক অধিকার বিষয়ক সচেতনতা বাড়াতে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক সেশন। ‘নাগরিক অধিকার ও বিতর্ক চর্চা’ শীর্ষক এই বিশেষ আয়োজনটি বৃহস্পতিবার সকাল ১০টায় কলা ভবনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়।

লাল সবুজ সোসাইটি, দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে সেশনটির আয়োজন করে। এর মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে তাদের নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল করা এবং নেতৃত্ব বিকাশে সহযোগিতা করা।

সচেতনতামূলক সেশনটিতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা সরকার সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ এবং প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম উপাধ্যক্ষ সরকারি ব্রজোমোহন কলেজ
এবং লাল সবুজ সোসাইটির ফাউন্ডার এবং প্রেসিডেন্ট তাহসিন উদ্দিন । এছাড়াও উপস্থিত ছিলেন বি এম ( ব্রজমোহন কলেজ) ডিবেট ক্লাবের উপদেষ্টা ও সদস্যরা। সেশনের শুরুতে বক্তব্য রাখেন প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম উপাধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ, যিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “গণমানুষের নাগরিক অধিকার সম্পর্কে প্রত্যেকের সচেতন হওয়া জরুরি। মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদের অধিকার এবং নাগরিক অধিকার রক্ষা – এগুলোই একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তি।”

ব্রজমোহন ডিবেট ক্লাবের প্রসিডেন্ট শহিদুল বলেন নাগরিক অধিকার আদায়ে বিতর্ক চর্চার অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “ডিবেট ক্লাব শিক্ষার্থীদের মতামত প্রকাশ, বিশ্লেষণ ও নেতৃত্ব বিকাশে সহায়তা করে। তরুণদের অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করতে পারে।”

শিক্ষার্থীরা সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাগরিক দায়িত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। আয়োজক প্রজেক্ট অফিসার মোমেনা সিফা রুমকি জানায়, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, সচেতন ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন