২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল-৪ হাতপাখার প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটি গঠন সম্পন্ন

আপডেট: নভেম্বর ২০, ২০২৫

মনির উল ইসলাম হাওলাদার  ::   হিজলা উপজেলা প্রতিনিধি

বরিশাল- ৪ (হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজির হাট)  আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সৈয়দ বাড়ি, কাইছমা-তে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয় ।

সভায় বরিশাল জেলা, হিজলা উপজেলা এবং  বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলে মিলে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখা।

মাওলানা জামিলুর রহমান, সহ-সভাপতি, বরিশাল জেলা
তিনি বলেন, হাতপাখার শান্তির রাজনীতি মানুষের মাঝে পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সৎ নেতৃত্বের প্রতি জনগণের আস্থা আরও বাড়ছে।

মাওলানা সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক, বরিশাল জেলা তিনি বলেন, মুফতী এসহাক পরিচ্ছন্ন ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বে আমরা সংগঠিতভাবে মাঠে কাজ চালিয়ে যাবো।

জাফর আহমাদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক, বরিশাল জেলা তিনি বলেন, জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক গড়ে উঠেছে। হাতপাখা শান্তি ও ন্যায়ের রাজনীতির বার্তা বহন করে।

আব্দুল্লাহ বিন কালাম, সেক্রেটারী, হিজলা উপজেলা শাখা
তিনি বলেন, উপজেলার প্রতিটি ইউনিটে শক্তিশালী টিম গঠন করে হাতপাখা প্রতীকের প্রচারণা আরও জোরদার করা হবে।

মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের তিনি বলেন, মানুষের দোয়া ও ভালোবাসা আমাদের শক্তি। ন্যায়, উন্নয়ন ও শান্তির পথে বরিশাল-৪-এর মানুষের পাশে থাকতে চাই।

নতুন পরিচালনা কমিটি ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী মনে করে

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন