১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে বরিশাল- ঢাকা মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ।

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫

শাজাহান খান বাবুগঞ্জ ঃঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় ঢাকা–বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ইউএনও ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে বাবুগঞ্জে প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানবিক সেবা ও দুর্নীতি প্রতিরোধে অনন্য ভূমিকা রাখছেন। তার হঠাৎ বদলির আদেশে জনগণের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।বক্তারা অবিলম্বে তার বদলির সিদ্ধান্ত বাতিল করে বাবুগঞ্জে পুনর্বহালের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক সুলতান আহমেদ খান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ জামায়েতে ইসলামী আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা রহমাতুল্লাহ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান হিমু, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল আমিন, ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি সৌরভ সরদারসহ বাবুগঞ্জ উপজেলার রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বদলি প্রত্যাহারের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর গণস্বাক্ষরের সংযুক্ত স্মারকলিপি বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এর কাছে পেশ করেছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
স্মারকলিপিতে আরও বলা হয়, তাঁর বদলির কারণে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে এবং সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। এজন্য তাঁর বদলি স্থগিত করে বাবুগঞ্জে বহাল রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন