আপডেট: জানুয়ারি ৪, ২০২৬
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল – ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও তোমাদের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর স্থগিত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই বাছাই শুরুতে গোলাম কিবরিয়া টিপুকে দ্বৈত নাগরিক অভিযোগ করায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন।এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কর্মকর্তা কার্যালয়ে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল গোলাম কিবরিয়ার টিপুর পক্ষে তার মেয়ে হাবিবা,কিবরিয়া, মনোনয়ন ফরম দাখিল করেন।রোববার (৪জানুয়ারি) উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন,রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরে করলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।