১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঘুষের টাকার ভাগাভাগি নিয়ে ২ পুলিশের মারামারির ভিডিও ভাইরাল

আপডেট: আগস্ট ২৯, ২০১৯

ঘুষের টাকার ভাগাভাগি নিয়ে দুই পুলিশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আর এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

টাকার ভাগাভাগি নিয়ে শুরুতে হাতাহাতি হলেও পরে দুই পুলিশের দ্বন্দ্ব লাঠালাঠির পর্যায়ে পৌঁছায়।
এ ঘটনাটি গেল ১১ আগস্ট ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ থানার অধীনে কোনও এক এলাকায় ঘটে।

জানা গেছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের এরমধ্যে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

123 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন