২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

রেস্তোরাঁয় খাবারের অর্ডার নেওয়া পরিবেশন করছে রোবট

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক::  রেস্তোরাঁয় খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশন করা সবকিছুই করছে দু’টি রোবট! নাম চম্পা আর চামেলী। রেস্তোরাঁয় আসা লোকজনকে স্বাগত জানাচ্ছে তারা। আর এই রোবটগুলোকে খাবারের অর্ডার দিতে আর তাদের হাত থেকে খাবার নিতে রেস্তোরাঁয় ভিড় করছেন অনেকেই।

সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের ওড়িশ্যা রাজ্যের ভুবনেশ্বরের একটি রেস্তোরাঁ। তবে এতে বড় চমক হচ্ছে রেস্তোরাঁর দুই রোবট কর্মী যে কোনও ভাষায় কথা বলতে পারে। কণ্ঠস্বর পরিচালিত ব্যবস্থার (ভয়েস অপারেটেড সিস্টেম) মাধ্যমে রেস্তোরাঁর অতিথিদের নানা ভাষায় স্বাগত জানায় এই দুই রোবট।

160 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন