২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

শত্রুতার জেরে  ছাদে গাছ কর্তনকারী সেই নারী গ্রেফতার

আপডেট: অক্টোবর ২৩, ২০১৯

ছাদে গাছ কর্তনকারী নারী লাকি।                                                  ছবি-সংগৃহীত

 বিজয় নিউজ:: শত্রুতার জেরে সাভারে একটি আবাসিক ভবনের ছাদের গাছ কেটে ফেলার অভিযোগে সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে সাভারের সিআরপি রোডের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই নারীর নাম লাকি। তিনি স্থানীয় বাসিন্দা সেলিমের স্ত্রী বলে জানা গেছে।

সাভার মডেল থানার ওসি এসএম সাইফ জানান, ছাদে টবে লাগানো গাছের মালিকের করা মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

লাকি বলেন, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এজন্য পুলিশ আমাকে আটক করেছে। গাছের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হাবিব সাহেব আমাকে বকাবকি করেছেন- আমাকে ছাদ থেকে ফেলে দেবেন, আমাকে মারবেন। আমাকে বার বার মারতে আসছে, আপনারা ভিডিওতে দেখেননি?

তবে গাছ কাটায় তিনি অনুতপ্ত। লাকি বলেন, ‘গাছ কেটে আমি ঠিক কাজ করিনি। এজন্য আমি অনুতপ্ত।’

মঙ্গলবার সন্ধ্যায় সাভারের সিআরপি রোডের একটি বাড়ির ছাদে টবে লাগানো গাছ দা দিয়ে কুপিয়ে কেটে ফেলেন ওই নারী।

গাছ কাটার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন গাছের মালিক সুমাইয়া হাবিব নামে এক নারী। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

136 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন