আপডেট: নভেম্বর ২৬, ২০১৯
বিজয় নিউজ :: চরমোনাই পীর বলেছেন, চরমোনাইর এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত। দুনিয়াবি কোন স্বার্থোদ্ধারের জন্য নয় বরং আল্লাহর পরিচয় লাভ করে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভের জন্য। সুতরাং আমরা মনে করি চরমোনাইতে কেউ দুনিয়া কামাই করার জন্য আসেননি।
তিনি আরো বলেন, দুনিয়ার ক্ষমতা ও রাজত্ব ক্ষণস্থায়ী। সুতরাং দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা পেয়ে মহাবিশ্বের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আলাহকে ভুলে যাওয়া যাবেনা। যারা এমনটি করেন, তারা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই লাঞ্ছিত হবেন। দেশের মানুষের মাঝে আল্লাহর ভীতি সৃষ্টি হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব হুজুর চরমোনাইর উদ্বোধনী বয়ান ও লাখো মুসল্লীদের রোনাজারির মধ্য দিয়ে বিশ্বের অন্যতম ইসলামী মহাসম্মেলন চরমোনাইর বার্ষিক মাহফিলে এসব কথা বলেন।
চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য ১০০ শয্যাবিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এখানে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহফিলে আসা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার জয়নাল আবেদীন (৬৫) গতরাত সাড়ে ৮টায় স্ট্রোক করে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। আজ বাদ ফজর জানাজা শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়।