আপডেট: নভেম্বর ২৬, ২০১৯
বিজয় নিউজ :: টাঙ্গাইলের ভূঞাপুরে আহাতন বেওয়া নামে ১২০ বছর বয়সের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার উপজেলার ফলদা গ্রামের হিন্দু পাড়ায় তার নিজ বাড়িতে তাকে গলা কেটে হত্যা করা হয়।
নিহত আহাতন বেওয়া ওই এলাকার মৃত জামাল সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাবু (২৭) নামে এক যুবক ফলদা বাজারে সিয়াম স্টোরের কর্মচারী হিসেবে কাজ করত। প্রতিদিনের মতো বাবু সিয়াম স্টোরের মালিক জামাল সরকারের ছেলে সিহাব উদ্দিনের বাড়িতে দুপুরের খাবারে খেতে যায়।
বাবুকে ঘর থেকে বিমর্ষ অবস্থায় বেরিয়ে যেতে দেখে সিহাব উদ্দিনের বউয়ের সন্দেহ হলে ঘরে ঢুকে শাশুড়ির গলা কাটা লাশ দেখে চিৎকার করতে থাকে।
এ সময় বাবু দোকানে না গিয়ে সিএনজিযোগে বঙ্গবন্ধু সেতু রেল স্টেশনে নেমে দৌড়ে পালাতে চেষ্টা করে। স্থানীয়রা চোর সন্দেহে ধরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় সোপর্দ করে।