২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশালে কোষ্ট গার্ডের চোরাই তেল বিক্রি:জনতার হাতে ধরা

আপডেট: ডিসেম্বর ১, ২০১৯

হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলা সদর টেকের বাজার জামে মসজিদ ঘাটে ১ শত ১০ লিটার তৈল (চারটি ডাম ভর্তি তেল) সহ কোষ্টগার্ডের মাঝি খলিল এবং সোলায়মানকে ধরপাকর করে জনতা। রবিবার বিকাল সারে ৫ টার দিকে(চারটি ডাম ভর্তি তেল) সহ কোষ্টগার্ডের মাঝি খলিল জনতা আটক করে।

অবশেষে কোষ্টগার্ডের সিসি জাহিদ হোসেন তাদের ছাড়িয়ে নেন। অভিযোগ রয়েছে কোষ্টগার্ড মাঝি খলিল, সোলায়মান হিজলা কোষ্টগার্ডের ব্যাংক হিসাবে কাজ করছেন। এদের শত অপরাধও তাদের কাছে তু”ছ-তারা কোষ্টগার্ডের আয়ের উৎস। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ে তাদের ভুমিকা লক্ষনীয়।

এ ব্যাপারে বেশ ক’বার বিভিন্ন পত্রিকায় লেখালেখি হলেও হালে পানি যায়নি কোষ্টগার্ড কর্তৃপক্ষের। বেশ ক’দিন আগে এই খলিল মাঝিকে নিয়ে হিজলা গৌরব্দীর কাকুরিয়া বাজারে সংঘাতের সৃষ্টি হয়। হালে পানি জায়নি কোষ্টগার্ড কর্তৃপক্ষের। স্থানীয় ভাবে অভিযোগ রয়েছে কোষ্টগাডের্র পল্টুন থেকে ডিম, ডাল,খাবার তেল, জ্বালানী তেল, আটককৃত অবৈধ কারেন্টজাল, বাধাজাল, সহ নানা উপকরণ স্থানীয় ভাবে বিক্রি করেন মাঝির মাধ্যমে কোষ্টগার্ড কর্তৃপক্ষ।

হালে জ্বালানী তৈল বিক্রিকালে বিষয়টি আবারও প্রকাশ্যে চলে আসে। তৈল বিক্রি বিষয় কোষ্টগার্ডের ভোলা অপারেশন অফিসার জানান এতো তেল বিক্রি করা যায় না। তাদের বিষয়টি জানতে হবে। হিজলাকোষ্টগার্ডের আইসি জানান- তাদের মাঝির ৫দিনের বকেয়া তেল বিক্রি করছে। এটি তাদের ব্যাপার। কোষ্টগার্ড মাঝি খলিল জানান তরা নিয়মিত কোষ্টগার্ডের অফিস থেকে জ্বালানী তেল, আটকতৃক জাল বিক্রি করে থাকেন। তবে বিষয়টি কোষ্টগার্ডের অনুমতিতে।

141 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন