আপডেট: আগস্ট ২৫, ২০২০
বিজয় নিউজ:: “মতবাদ অনলাইন পত্রিকার” প্রকাশক ও সম্পাদক এস এম জাকির হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন পোটাল ক্রাইম নিউজের প্রকাশক খন্দকার রাকিব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশকে তদন্ত করে আগামী ০৭/১০/২০২০ইং তারিখের মধ্যে ঘটনা সত্যতা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন, বরিশাল নগরীর কলেজ রো’ ২০ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নেহাল হোসেনের ছেলে দৈনিক মতবাদ অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক এস এম জাকির হোসেন, বিডি ক্রাইম ২৪ ডট কম পত্রিকার প্রকাশক সম্পাদক রেহানা ইয়াসমিন, ব্যবস্থাপনা সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক খবর বরিশাল এর সত্বাধিকারী এইচ আর হীরা, বরিশাল ট্রিবিউন অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, আজকের ক্রাইম নিউজ অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ বেল্লাল তালুকদার। ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১ ও ৩৩ ধারার অপরাধে দায়ের করা মামলায় বাদী উল্লেখ করেন।
চলতি বছরের ২৫ এপ্রিল বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে বাদী বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। ওই নিউজের জের ধরে এই মামলা দায়ের করা হয়েছে।