৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বানারী পাড়ায় ঘর পোড়া মামলায় বাদী চিনেনা আসামী,পুলিশ আটক করে ক্যাপ্টেন মোয়াজ্জেম কে

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫

 এ কে জুয়েল আজাদঃঃ বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের মনির সরদার এর ঘর পোড়া মামলায় বাদী জানে না আসামি করা হয়েছে  ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনকে । ঘটনাটি বানাড়ীপারার চাখায়  মনির এর  বসত ঘরে আগুন লাগানো হয়েছে বলে বানরীপাড়া থানায় ২০ অক্টোবর একটি অভিযোগ করা হয়।  জিআর মামলা নং ১৫১/২৫ বানাড়ীপাড়া থানায় নামধারী কোন আসামিকরা হয়নি। কিন্তু অলৌকিকভাবে  বাগপুর সলিয়াএলাকার ক্যাপ্টেন   মোয়াজ্জেম হোসেন আটক করেন আদালতে প্রেরণ করা হয়। তিনি থাকেন ঢাকায় এবং ব্যবসা করেন। ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন  অভিযোগ করে বলেন সলিয়া বাগপুর গ্রামে  ভাগিনার বিয়েতে অনুষ্ঠানে আসলে এবং হঠাৎ করে  বানরীপাড়া থানা পুলিশ  আমাকে আটক করে। পরে আমাকে  উল্লেখিত মামলায় আসামি দেখানো হয়েছে এবং কোর্টে প্রেরণ করা হয়। এলাকার সূত্রে জানা যায়  ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন সমাজে একজন সম্মানী ব্যক্তি  এবং সমাজসেবক হিসেবে পরিচিতি রয়েছে।এছাড়াও  তিনি রাজনৈতিকভাবে কোন দলে নেই। তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম এর সভাপতির দায়িত্ব  পালন করে আসছেন।, তার মান-সম্মান হানি ও সমাজে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে মামলায় দেয়া হয়েছে। মামলার বাদি মনির সরদার ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনকে চিনেন না। মামলার বাদি মনির সরদার আদালতে  উপস্থিত হয়ে এই স্বীকারোক্তি দেন যে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন তার দায়ের করা মামলার আসামি নন তাকে কেন উক্ত মামলায় আসামী  করা হয়েছে।  ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যে মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন