১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

অবৈধ কার্যকলাপে পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার

আপডেট: অক্টোবর ১৯, ২০১৯

তুহিনুর রহমান তুহিন। ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি;:  অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তোলার দায়ে সাতক্ষীরা পৌর যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা ডিবির ওসি মহিদুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহরের সংগ্রাম টাওয়ারে জেন্টস পার্লারের নামে অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তুলেছিলেন তুহিন।

মহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মানবপাচার আইনেও মামলা রয়েছে। কিছুদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮জনকে আটক করে পুলিশ। ওই হোটেলটি পরিচালনা করেন তুহিনুর রহমান তুহিন।

তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেছিলেন।

ওইদিন রাতেই তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

109 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন