২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আমাদের দেখে অন্যরাও পাকিস্তান সফরে আসতে উৎসাহিত হবে’

আপডেট: অক্টোবর ১, ২০১৯

স্পোর্টস ডেস্ক ::  দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে পাকিস্তান সফরে রয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। সোমবার করাচিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় ৬৭ রানে হেরে যায় শ্রীলংকা।

এদিন খেলা শেষে সংবাদ সম্মেলনে শ্রীংকান কোচ রমেশ রত্নায়েকে বলেন, ‘এই সিরিজটা ডিসেম্বরের টেস্ট সিরিজের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। চলতি সিরিজে আমরা যদি সুন্দরভাবে পাকিস্তানের মাঠে খেলে যেতে পারি তাহলে ডিসেম্বর আবারও আসব টেস্ট খেলতে।’

শ্রীলংকা দলের এই সফর ক্রিকেট খেলুড়ে অন্য দেশগুলোকে পাকিস্তানে আসতে উৎসাহিত করবে। এমনটি জানিয়ে লংকান কোচ বলেন, ‘আমার মতে, এই সফর অন্য দেশগুলোকে পাকিস্তান সফরে আসার ব্যাপারে উৎসাহিত করবে।’

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেন শ্রীলংকার সেরা ১০ তারকা ক্রিকেটার। যে কারণে দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তান সফরে যায় শ্রীলংকা।

এ ব্যাপারে লংকান কোচ বলেন, ‘আমি জোর দিয়ে কাউকে পাকিস্তানে আসার জন্য বলতে পারি না। দলের অন্য ক্রিকেটাররা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান করি। সিরিজটা ভালোভাবে গেলে এটা হবে দারুণ ব্যাপার। শুধু আমাদের জন্য নয় অন্য দেশগুলোর জন্যও।’

111 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন