২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিশ্বকাপে কেমন করলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা?

আপডেট: জুলাই ৬, ২০১৯

বাংলাদেশের ব্যাটসম্যানদের মোট রানের ৪৫.৩৬ শতাংশ এসেছে সাকিব ও মুশফিকের ব্যাটে। এই দুজন ছাড়া আর কেউ সেঞ্চুরি পাননি, লিটন এক ইনিংসে ৯৪ রানে অপরাজিত ছিলেন। ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সাতটিই খেলেছেন সাকিব। বাংলাদেশের ৫ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল এক শর ওপরে। আরও ৫ জনের স্ট্রাইক রেট ছিল ৯০ থেকে ৯৮। দুজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল আশির ঘরে। স্ট্রাইক রেটের দিক দিয়ে তামিম ইকবালের (৭১.৬৪) নিচে কেবল একজনই ছিলেন—মোস্তাফিজ (১৪.২৮)।

রান তোলায় সাকিব বিশ্বকাপের সব ব্যাটসম্যানের মধ্যেই শীর্ষে। ১১ নম্বরে মুশফিক। ত্রিশে তামিম। তেত্রিশে মাহমুদউল্লাহ। ৪৩-এ লিটন দাস। ৪৭-এ সৌম্য সরকার।

খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০
সাকিব ৬০৬ ১২৪* ৮৬.৫৭ ২/৫
মুশফিক ৩৬৭ ১০২* ৫২.৪২ ১/২
তামিম ২৩৫ ৬২ ২৯.৩৭ ০/১
মাহমুদউল্লাহ ২১৯ ৬৯ ৪৩.৮০ ০/১
লিটন ১৮৪ ৯৪* ৪৬.০০ ০/১
সৌম্য ১৬৬ ৪২ ২০.৭৫ ০/০
মোসাদ্দেক ১১৭ ৩৫ ১৯.৫০ ০/০
সাইফউদ্দিন ৮৭ ৫১* ২৯.০০ ০/১
মিঠুন ৪৭ ২৬ ১৫.৬৬ ০/০
মিরাজ ৩৭ ১২ ১২.৩৩ ০/০
সাব্বির ৩৬ ৩৬ ১৮.০০ ০/০
মাশরাফি ৩৪ ১৫ ৮.৫০ ০/০
রুবেল ৯.০০ ০/০
মোস্তাফিজ ০.৩৩ ০/০
112 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন