২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে বন্যা ও জোয়ারের পানিতে আনন্দ করে ২ শিশু

আপডেট: মে ২৯, ২০২১

নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে কবিগুরুর নিষেধ অমান্য করেই উদ্ধম দুইশিশু কিশোর বন্যা ও জোয়ারের পানিতে কলা গাছের ভেলায় আনন্দে ভেসে বেরাচ্ছে । ছবিটি নগরীর পুরান পাড়া নতুন রাস্তার পাশের বিল থেকে ছবিটি তুলেছেন – সোহেল রানা।

151 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন