৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট: জুলাই ১৭, ২০২১

রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিলুপ্ত ঘোষণা করেছেন।

ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা নতুন কমিটিতে সভাপতি কিংবা সাধারণ হতে আগ্রহী তাদের আগামী ১০ দিনের মধ্যে ই-মেইলে বা ডাকযোগে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে।

এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের সম্মেলনে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি এবং মেরাজুল ইসলাম মেরাজকে সাধারণ সম্পাদক করা হয়। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়ে জেলা ছাত্রলীগ।

126 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন