২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে ২০২২ সালে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে -আদালত

আপডেট: নভেম্বর ১৮, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃঃ সোমবার ওই আদালতের বিচারক মোহাঃ রকিবুল ইসলাম এই রায় প্রদান করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী জানান, ২০২২ সালের ১২ জানুয়ারি সকাল ৮ টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়ীতে ধর্ষনের ঘটনা ঘটে। এরপর তাকে হত্যা করে লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেয়া হয়। এঘটনায় মৃতঃ নারীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষি গ্রহন শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালত আজ আসামী সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুই আসামীকে এক লক্ষ টাকা করে জড়িমানা করা হয়।

496 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন