আপডেট: অক্টোবর ৮, ২০২৫
স্টাফ রির্পোটার:: বরিশাল নগরীতে বিএনপির ৩১ দফার কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার। বুধবার বেলা ১১ টায় নাজিরপুল এলাকা থেকে বাকলার মোড় পযর্ন্ত নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন তিনি। এ সময় সরোয়ার বলেন, রাষ্ট্রের শৃঙ্খলা ও গণতন্ত্র সুসংহত করতে জাতীয় নির্বাচন প্রয়োজন। অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন এখন সময়ের দাবি। বিএনপি নির্বাচিত হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে। সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক নেতা সৈয়দ আকবর হোসেন,আনোয়ারুল হক তারিন, হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম শাহিন,শেখ আ: রহিম,খাজা ইকবাল সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।এছাড়াও নগরীর ২২নং ওর্য়াড কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন।