আপডেট: অক্টোবর ৩০, ২০১৯
হিজলা বিএনপি যুগ্ন আহবায়ক বেল্লাল জমাদ্দারের মায়ের জানাযা নামাজে অংশ গ্রহন করী মুসল্লির একাংশ
বিজয় নিউজ:: হিজলা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক বেল্লাল জমাদ্দারের মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বুধবার হিজলা নতুন বাজার এলাকায় বাদ আসর জানাজার নামাজে উপস্থিত ছিলেন- উওর জেলা বিএনপি সভাপতি মেছবাহ উদ্দিন ফরাদ, সাবেক হিজলা উপজেলাা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, বড়জালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহবুদ্দিন পন্ডিত,সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েতত হাওলাদার,
প্রফেসর ফখরুল আলম সবুজ, হিজলা উপজেলা বিএনপি আহবায়ক গাফার তালুকদার, বড়জালিয়া বিএনপি সভাপতি আঃ মান্নাান খা, আলি কারী,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল-ফারুখ খান, নবু হাওলাদার, মোঃ হানিফ দেওয়ানযুবদল নেতা ,রিমন দেওয়ান,খোকন দপ্তরি, ছওার মাঝি, রিয়াজ হাওলাদার প্রমুখ,
জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন দেয়া হয়।