২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

৪৩ তম বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান

আপডেট: জুলাই ৭, ২০২১

                                                                          ফাইল ছবি

বিজয় নিউজ::৪৩ তম বিসিএস আসন্ন। আবেদনকারীরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সময় খুব বেশি হাতে নেই। এই সময়ে প্রয়োজন গুছানো প্রস্তুতি।

প্রিলিমিনারির প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বিষয়ে আজ কিছু প্রশ্ন দেওয়া হলো-

* কবে নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে?

-২০৩০ এর মধ্যে।

* মঙ্গল গ্রহের আকাশের রং কী? -অতিরিক্ত গোলাপি।

* মঙ্গল গ্রহের সর্বোচ্চ পর্বতের নাম কী?

-অলিম্পাসমনস।

* সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?

-প্রক্সিমা সেন্টরাই।

* সর্বপ্রথম হ্যালির ধূমকেতু দেখা যায় কত সালে?

-১৭৫৯ সালে।

* প্রক্সিমা সেন্টরাই থেকে পৃথিবীর দূরত্ব কত?

-৩৮ লাখ কোটি কিমি.

* শেনঝোউ-৫ কী?

-চীনের প্রেরিত মনুষ্যবাহী মহাকাশযান।

* চীন কততম দেশ হিসাবে মহাকাশে মনুষ্যবাহী মহাকাশযানের সফল উৎক্ষেপণ করে? -তৃতীয়

270 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন