২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভারি বর্ষণে পাহাড় ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু

আপডেট: জুলাই ২৭, ২০২১

                                                   ফাইল ছবি
বিজয় নিউজ:; ভারি বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার দুপুরে ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে একই দিনে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা গণমাধ্যমকে জানান, গতকাল থেকে ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধস ও পানিতে ডুবে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

142 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন