২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে মাদককারবারির যাবজ্জীবন

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২১

বিজয় নিউজ:; বরিশালে মাদক মামলায় এক কারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদ- দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে আসামীর উপস্থিতিতে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্ত ব্যক্তির নাম টিটু দাস। তিনি বরিশালের ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দেলদুয়ার গ্রামের দিলীপ দাসের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২০ অক্টোবর বরিশাল নগরীর ভাটারখাল কলোনি থেকে টিটু দাসকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। তখন তার ব্যাগ তল্লাসী করে ৫০ অ্যাম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন বরিশাল কোতয়ালী মডেল থানায় গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে গোয়েন্দা বিভাগের এসআই হেলালুজ্জামান গত বছর ১৪ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। রাষ্ট্রপক্ষ ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত হলে এই সাজা দেন আদালত। রায় শেষে দায়ী ব্যক্তিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন একেএম জাহাঙ্গীর।

114 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন