২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

৩ দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

আপডেট: নভেম্বর ২৯, ২০২১

বিজয় নিউজ:: আপাতত তাপমাত্রা অপরিবর্তিতই থাকছে। এরমধ্যে তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবাহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি সৃষ্টির পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটির গতিপথ কোন দিকে হবে তার পরবর্তী সময়ে জানা যাবে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় দেশের রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

বজলুর রশিদ আরও জানান, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফেম ৩২ ডিগ্রি সেলসিয়াস।

82 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন