৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

আলোচিত মিন্নিকে আসামি করে তো মামলার ১২টা বাজিয়ে দিয়েছে’

আপডেট: আগস্ট ৯, ২০১৯

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দেননি হাইকোর্ট। জামিন আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট বলেন, ‘মিন্নি বরগুনার আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তা না দেখে, পর্যালোচনা না করে আমরা জামিন দিতে পারছি না। এখন জামিনের বিষয়ে রুল জারি করতে পারি। রুল নিতে না চাইলে আপনারা আবেদন ফেরত নিতে পারেন।’

এ সময় মিন্নির জামিন আবেদন ফেরত নিতে আইনজীবী আদালতের কাছে আবেদন করেন। আদালত তখন রুল না দিয়ে জামিন আবেদনটি ফেরত দেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মিন্নির জামিন আবেদনের ওপর এক ঘণ্টা সময় ধরে শুনানি অনুষ্ঠিত হয়।

89 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন