আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২২
বিজয় নিউজ:: ‘নতুন ঐক্য’ গড়ার চেষ্টায় বিএনপি, ‘ঈদের পর’ যুগপৎ আন্দোলন
দাবি আদায়ে আবারও সেই ‘ঈদের পরেই’ নতুন কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি/ফাইল ছবি
# ডান-বাম সব রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর ঐক্য গড়তে চায় বিএনপি
# জামায়াতের সঙ্গে এই মুহূর্তে দূরত্ব রাখতে চায় না হাইকমান্ড
# নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি আদায়ে কর্মসূচি কী হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে
নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েক বছর ধরেই নানা কর্মসূচি দিচ্ছে বিএনপি। তবে এসব কর্মসূচির কোনোটাই হালে পানি পায়নি। বরং বিএনপি নেতাদের ‘ঈদের পর কর্মসূচি’ সংক্রান্ত বক্তব্য নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা প্রায়ই কটাক্ষ করেন। দাবি আদায়ে আবারও সেই ‘ঈদের পরেই’ নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি। এজন্য সরকারবিরোধী এবং সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন বিএনপি নেতারা। এরই মধ্যে কয়েকটি মিত্রদলের সঙ্গে বৈঠকও করেছে বিএনপির হাইকমান্ড।