২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

শেষ দিনেও আলাদা নূরুল হুদা ও মাহবুব তালুকদার

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২২

বিজয় নিউজ:: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও চার কমিশনারের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আজ সোমবার।

পাঁচ বছরের সফলতা তুলে ধরতে সোমবার সংবাদ সম্মেলন ডাকেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন শেষে ইসি সচিবালয়ের নিজ কক্ষের সামনে পৃথক বিদায়ী সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইসি মাহবুব তালুকদার।

নানা ইস্যুতে এ দুজনের মধ্যে মতবিরোধ ছিল। যা গড়াল বিদায় বেলাতেও।

সিইসির সংবাদ সম্মেলনে কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন না মাহবুব তালুকদার। আর শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীও।

নূরুল হুদা ও মাহবুব তালুকদার এর আগেও পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। একে অন্যের দিকে তীর্যক বাক্য ছুড়েছেন সংবাদ সম্মেলনে।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেন। পাঁচ বছর মেয়াদ আজ ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি কাজ করছে।

414 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন