২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২২

বিজয় নিউজ:: দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। নাইটিঙ্গেল মোড় ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

শোভাযাত্রা শুরু হওয়ার আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।

জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম নজরুলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। পরে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও নানা রঙের টি-শার্ট, ক্যাপ পরে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার প্রথম সারিতে মহিলা দলের নেতাকর্মী এবং দ্বিতীয় সারিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পর্যায়ক্রমে বিএনপির অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।

পরে প্রেস ক্লাবের সামনে গিয়ে ঢাকা মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ আমান এবং আব্দুস সালাম নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শ্যামা ওবায়েদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নারায়ণগঞ্জে নিহতের ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শোভাযাত্রা শেষে তারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

48 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন