৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

চিনির দাম বাড়ালো টিসিবি, বিক্রি শুরু রোববার

আপডেট: মে ১৩, ২০২৩

বিজয় নিউজ:: চলতি মে মাসের জন্য ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে রোববার (১৪ মে)। এ দফায় প্রতি কেজি চিনির দাম ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি, যা আগে ছিল ৬০ টাকা।

শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পণ্য বিক্রি কার্যক্রম শুরুর কথা জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এতে বলা হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ীমূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। সে লক্ষ্যে মে মাসের বিক্রয় কার্যক্রম আগামী ১৪ মে হতে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে।

89 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন