২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালের হিজলায় সাবেক ইউপি সদস্য জলিল আর নেই

আপডেট: জুন ২৫, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ  হিজলা থানার  বড়জালিয়া ইউনিয়নের  শ্রীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও খুননা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  আব্দুল  জলিল দেওয়ান  ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গত ২৪ জুন  রাত ৮ঃ০০ টায় ঢাকা য় একটি হাসপাতাল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর এ সময় তিনি আত্মীয় পরিবার শুভাকাঙ্ক্ষী দেখে গেছেন। আজ ২৫ জুন বেলা ১১  টায়  শ্রীপুর গ্রামের দেওয়ান বাড়ির মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে  পারিবারিক কবরস্থানে  তাকে দাফন করা হবে।

134 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন