২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে আশুড়া উপলক্ষে নগরীতে তাজিয়া মিছিলবের হয়

আপডেট: জুলাই ৬, ২০২৫

স্টাফ রিপোর্টার ঃঃ পবিত্র আশুড়া উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল বের করা হয়েছে। রবিববার সকাল সাড়ে ১০টায় নগরের পশ্চিম কাউনিয়া গোলচত্ত্বর এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে এই মিছিল বের করা হয়।

এ সময় তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা ইয়া হাসান, ইয়া হোসেন বলে স্লোগান দিতে থাকেন। মিছিলের শুরুতে একটি বর্ণাঢ্য তাজিয়া নিয়ে যাওয়া হয়। এছাড়া বাদ্য বাজনাসহকারে প্ল্যাকার্ড ও নানা রঙের পতাকা বহন করা হয়।

পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি মো. বাদশা ফকিরের নেতৃত্বে তাজিয়া, বিভিন্ন ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, কালো ও বিভিন্ন রঙেন পতাকা নিয়ে মিছিলটি বগুরা রোড, সদর রোড, হাসপাতাল রোড হয়ে আবার পশ্চিম কাউনিয়া গোলচত্ত্বর গিয়ে শেষ হয়।

অপরদিকে মিছিল দেখতে উৎসুক জনতা রাস্তার দুপাশে ভিড় জমায়। তবে নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে অবস্থান করছিলেন। এছাড়া মিছিল শুরুর পূর্বে অনুষ্ঠানস্থলে সেনাবাহিনীর একটি টিম অবস্থান নেয়।

এদিকে পবিত্র আশুড়া উপলক্ষে সন্ধ্যার পর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাক-পাঞ্জাতন পরিষদ বরিশালের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হযরত মাওলানা আরিফ বিল্লাহ পাঞ্জাতনী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নছিহত করবেন হযরত মাওলানা মো. হুমায়ুন কবির।

118 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন