আপডেট: জুলাই ২৪, ২০২৫
সন্দীপ প্রতিনিধি ঃঃ সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আমতলী রিং সড়ক ও সংযোগ সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুছাপুর সড়ক থেকে রতিস মহাজনের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সড়কটির ইট ও কংক্রিট উঠে গিয়ে তা বর্তমানে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট ও রড ভেঙে পড়ে আছে খালে। কোথাও কোথাও সড়কের একাংশ সম্পূর্ণ দেবে গেছে, ফলে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ মাটির টেকসই রক্ষণাবেক্ষণের লক্ষ্যে হেরিং বোন্ড (এইচবিবি) প্রকল্পে ৫৩৩ মিটার ঢালাইবিহীন ইটের রাস্তা নির্মাণ করা হয়। সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান জি এম টের্ডাস, মাইটভাংগা।
স্থানীয়রা অভিযোগ করেন, নিম্নমানের উপকরণ ও তড়িঘড়ি করে কাজ শেষ করার ফলে সড়কটি অল্প সময়েই নষ্ট হয়ে গেছে। তারা জানান, প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। ফলে সড়কটির এই করুণ অবস্থা তাদের নানাভাবে দুর্ভোগে ফেলেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।