২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় অবৈধ ইটভাটায় শ্রমিকের মৃত্যুঃ ধামাচাপা দিতে প্রভাবশালীদের দৌড়ঝাপ 

আপডেট: আগস্ট ৯, ২০২৫

হিজলা (বরিশাল) প্রতিনিধি:ঃ বরিশালের হিজলা উপজেলায় আবারও অবৈধ ইটভাটায় প্রাণ গেল শ্রমিকের।  হিজলা উপজেলার মধ্য চর মেমানিয়া এলাকায় লামিয়া ব্রিকসে অবৈধ ইটভাটায় কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নোমান খান (৩৮) নামের এক শ্রমিক। তিনি একই উপজেলার বাসিন্দা।

নোমানের পরিবার ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও কাজে যান নোমান। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ খবর আসে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু ঘটে তার।

নোমানের বাবা সিরাজ খান জানান, “সকালবেলা কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল নোমান। বিকালে শুনি অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। গিয়ে দেখি, আমার ছেলে আর নেই।”

সহকর্মী সানোয়ার জানান, “একসাথে কাজ করছিলাম। হঠাৎ নোমান টয়লেটে যাওয়ার কথা বলে চলে যায়। তারপর আর ফিরে আসেনি।”
অন্য এক শ্রমিক মিরাজ বলেন, “হঠাৎ চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি, অচেতন অবস্থায় পড়ে আছে নোমান।”
রাসেল নামে আরেক শ্রমিক বলেন, “আমার মনে হয়েছে সে বিদ্যুৎপৃষ্ট হয়েছে। তবে আশেপাশে কোনো বিদ্যুতের খোলা তার ছিল না।”

নিরাপত্তাহীন শ্রম পরিবেশ, দায় নিচ্ছে না কেউ

স্থানীয় সূত্র বলছে, হিজলা উপজেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই। এসব ভাটাগুলোতে শ্রমিকদের নিরাপত্তার জন্য নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। নেই স্বাস্থ্য সুরক্ষা, ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয় প্রতিনিয়ত।

প্রতিবছর ২-৩ জন শ্রমিক এসব ভাটায় প্রাণ হারায়, অথচ ভাটা মালিকরা থাকেন ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব ভাটার মালিকরা ম্যানেজমেন্ট বা অর্থ লেনদেনের মাধ্যমে সবকিছু ‘সেটেল’ করে ফেলেন।

নোমানের মৃত্যুর পরেও এমনই চিত্র দেখা গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মালিকপক্ষের লোকজন দ্রুত ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করতে পরিবারের উপর চাপ প্রয়োগ করছে। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানা গেছে।

সচেতন মহলের প্রশ্ন: কবে শেষ হবে এই মৃত্যুর মিছিল?

স্থানীয়দের প্রশ্ন, এসব অবৈধ ইটভাটায় যদি দুর্ঘটনায়ও মৃত্যু ঘটে থাকে, তাহলে কেন নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা? কেন কর্তৃপক্ষ নীরব?

উপজেলাবাসীর দাবি, অবিলম্বে হিজলায় অবৈধ ইটভাটা বন্ধ করা হোক এবং নোমানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হোক।
রাত ৮টা ৩০ মিনিটের দিকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন অল্প কিছুক্ষণের মধ্যেই লাশটি ময়না তদন্তের জন্যে বরিশালে প্রেরণ করা হবে।

105 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন