২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

অভিনেত্রী সানি লিওনের নতুন ভিডিও

আপডেট: আগস্ট ২৩, ২০১৯

সাবেক পর্ণস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন বেশ খোস মেজাজে আছেন। কারণ দিনে দিনে তার ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। নীল দুনিয়া ছেড়ে এসে বলিউডে নিজের জায়গা করে নিতে অনেক কাঠ খড় পুড়িয়েছেন সানি। হোঁচট থেকে হাল ছেড়ে দেননি কখনই।

নিজের যোগ্যতা অনুযায়ি একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। কখনো কখনো আইটেম গানে পারফর্ম করেছেন। সব মিলিয়ে নিজের কাজের ব্যাপারে সব সময় সচেতন সানি।

শুধু অভিনয়ই করে যাননি। পাশপাশি সামাজিক কাজেও ততপর সানি। এমন কী সোশ্যার মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ রাখেন নিজেকে। কাজের খবরা-খবর শেয়ার করেন ইন্টাগ্রামে। ভক্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে তার।

সোশ্যাল মিডিয়ার বন্ধুরাও সানিকে অনেক পছন্দ করেন। সেই প্রমাণ মিলিছে সানির ইনস্টাগ্রাম প্রোফাইলে। খুশির খবর হলো ইনস্টাগ্রামে সানি লিওনের ফলোয়ারের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ মিলিয়ন।

ফলোয়ার বেড়ে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত সানি। সেই খুশিতে একটি নতুন ভিডিও করেছেন সানি লিওন। এখানে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, ‘আমরা এখন ২৫ মিলিয়নের শক্তিশালি ইনস্টা পরিবার। আমাদের আরও শক্তিশালি হতে হবে। সকলকে আবার অনেক ভালবাসা।’

172 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন