আপডেট: আগস্ট ২৮, ২০২৫
বরিশালে গোয়েন্দা পুলিশ সদস্যের বিবাহঃএকদিনের মাথায় চুরির অভিযোগ দিয়ে তালাক
বরিশাল ব্যুরোঃঃ একদিনের জন্য বিয়ে অতঃপর চুরির অভিযোগ দিয়ে স্ত্রীকে তালাক। এমন ঘটনার সৃস্টি করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (বর্তমান বরখাস্তকৃত) সদস্য মোঃ সাইফুল ইসলাম মোল্লা। এঘটনায় ভুক্তভোগী ওই নারী বরিশাল জেলা পুলিশ সুপার বরাবরে অভিযোগ দিলে চলছে তদন্ত আর প্রাথমিক ভাবে সাইফুল বরখাস্ত।
এ ঘটনার বছর হতে চলছে কিন্তু কোন সমাধানে আসতে পারেনী পুলিশ। বরং পুলিশ সদস্য সাইফুলের ছেলে মিথ্যা অভিযোগে সাইফুলের হয়ে সৎ মায়ের বিরুদ্ধে আদালতে চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলাটি বর্তমানে বরিশাল মেট্টপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই সফিকের নিকট তদন্তাধীন রয়েছে। তথ্য বলছে,পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নয়াখালী চড়াইল গ্রামের মোঃ সুলতান আহমেদ মোল্লার ছেলে বরিশাল জেলা পুলিশে কর্মরত (বিপি নং ৭৫৯৪০৮৫৫৪৯)।
তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক। কর্মের সুবাদে তার অন্য সহকর্মীর মাধ্যমে পরিচয় হয় ঝালকাঠী সদরের ছত্রকান্দা গ্রামের তানিয়া খানমের সাথে। এক পর্যায়ে সাইফুল তানিয়ার সাথে সম্পর্ক স্থাপন করেন। মধ্য সময়ে (তানিয়ার বক্তব্য অনুযায়ী) বিয়ের কথা বলে তারা সম্পর্কে লিপ্ত হলে বাধ্য হয়ে পারিবারিকভাবে ২০২৪ সালের ১৪ মে‘ ১ লাখ টাকা দেনমোহরে পুলিশ সদস্য সাইফুল বরযাত্রী সেজে তানিয়াকে বিয়ে করেন। ওই বিয়েতে তার প্রথম পক্ষের ছেলে ইকবাল মাহমুদ সাব্বির ও উপস্থিত ছিলেন। ঝালকাঠী থেকে বিয়ে করে বরিশালে সাইফুলের বাসায় তাদের বাসর হয়। পরের দিন সকালে পুলিশ সদস্য সাইফুল নববধু তানিয়াকে খোলা তালাক দিতে বলে। তানিয়া কারন জানতে চাইলে প্রথম পক্ষের ছেলে সাব্বিরের উদাহরণ দেন তিনি। তালাক না হলে ছেলে সাব্বির সৎ মা তানিয়াসহ সাইফুলকে হত্যা করে ফেরবে। তানিয়া তালাক না দিয়ে জীবনের ভয়ে বাবার বাসা ঝালকাঠী চলে যায়। এর মধ্যে সাইফুল সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়ার সাথে সম্পর্ক রাখলেও হঠাৎ করেই ২৬ মে ২০২৪ ইং তারিখে তানিয়ার ঠিকানায় তালাক নামা পাঠায়। এ ঘটনায় তানিয়া বরিশাল পুলিশ সুপার বরাবরে ২০২৪ সালের ১ জুন সাইফুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়ে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রেজওয়ান। কিন্তু এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন কিবাং কোন সমাধান পাননী তানিয়া। বরং মিথ্যা চুরির অভিযোগ নিয়ে আদালতের দারপ্রান্তে ঘুরছেন তিনি। এ বিষয়টি নিয়ে মোবাইল ফোনে কথা হয়েছিলো পুলিশ সদস্য সাইফুলের সাথে। তিনি বলেন, তানিয়ার সাথে বিয়ে হয়েছে এটা সঠিক তবে তার প্রথম পক্ষের ছেলে সাব্বির ও তার পরিবারের সাথে তানিয়া একত্রে থাকতে পারবেনা এমন প্রস্তাব দিলে বাধ্য হয়ে তাকে তালাক দিতে হয়েছে। তবে বিষয়টি যেহেতু তদন্ত চলছে তাই বিস্তারিত জানা যায়নী। অসহায় ওই নারী তানিয়া সুষ্ঠ বিচারের দাবিতে এখন দ্বারে দ্বারে ঘুরছে।