আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫
স্টাফ রিপোর্টার ঃঃ রাষ্ট্রের সংস্কারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রস্তাবনার প্রচারে নেছারাবাদে নৌ র্যালী করেছে বিএনপি। শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে নেছারাবাদের সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত এই নৌ র্যালীর নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ।
বিপুল সংখ্যক ট্রলারে বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে সন্ধ্যা নদী হয়ে র্যালীটি বলদিয়া খালে প্রবেশ করে। এরপর নদী পথ ধরে নেছারাবাদের বিভিন্ন গ্রাম এবং বাজারে চলে ৩১ দফার প্রচারনা। বাজারগুলোতে নৌ বহর থামিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে সাধারন মানুষের কাছে তুলে ধরা হয় সংস্কার প্রস্তাবের ৩১ দফা। এসময় বিএনপি নেতা ভিপি মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন নেছারবাদ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। ##