১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

স্বতন্ত্র প্রার্থী হিসাবে আব্দুস সাত্তার খানের মনোনয়ন দাখিল

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :বরিশাল-৩ আসনে স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুস সাত্তার খান মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে মুলাদী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক মুলালী পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আব্দুস সাত্তার খান ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবিদুর রহমান শরিফ, উপজেলা বিএনপির সদস্য মোঃ বেল্লাল হাওলাদার, বিএনপি নেতা শাহজাহান বেপারী, আক্তার আকন প্রমুখ।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বাবুগঞ্জ ওমুলাদী উপজেলার নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার খান পৃথকভাবে বাবুগঞ্জ কর্মরত সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র প্রার্থী সাত্তার খান বলেন, জনগণের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছি। তিনি আরো বলেন গত ১৭ বছর আমার নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। তারা সবসময় আমাকে তাদের পাশে পেয়েছে। ওই সময় কোন ভিআইপিকে,খুঁজে পাওয়া যায়নি। বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন যুগান্তরকে বলেন ধানের শীষই হবে মানুষের মুক্তির প্রতীক।আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।

244 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন