১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

জনগণের ভোটাধিকার নিশ্চিতও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় –জাপা ইকবাল হোসেন তাপস

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার আসমাউল হুসনা কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব সংঘহতির সভাপতি নজরুল ইসলাম হেমায়েত,বরিশাল মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক অধ্যাপক গিয়াস উদ্দিন, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মন হায়দার, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা রিপন, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান প্রমুখ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। বরিশাল-৩ আসনের জনগণের সুখ-দুঃখে অতীতেও জাতীয় পার্টি সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।এ সময় তিনি বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় পার্টির বিজয়ী হবে।

201 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন