আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫
শাহজাহান খান বাবুগঞ্জ :আমার বাংলাদেশ (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ২৯ ডিসেম্বর বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ খায়রুল আলম সুমন কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার,সদস্য সচিব জি এম রাব্বী, বিএনপি নেতা আলতাব হোসেন, ইন্জিনিয়ার সজিব আহমেদ, সদস্য রাজিব তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন জামায়াতের সাথে এবি পার্টি জোট হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মতন পেশি শক্তি দেখতে চান না এবি পার্টি। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ভোট নেওয়ার দিন শেষ হয়ে গেছে। অবাদ সুষ্ঠু নিরপক্ষ নির্বাচন হওয়ার জন্য প্রশাসনের যথাযথ ব্যবস্থা জন্য কঠোর হতে হবে।