আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫

বিজয় নিউজ :: গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বরিশালের হিজলা থানাধীন সওড়া–সৈয়দখালি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে।
গত ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
এ সময় ট্রলার তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের মালিকদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও বসতভিটা সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য সাওড়ার শহীদখালীর অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে ইতোমধ্যে অ্যাডভোকেট মাহাবুল আলম দুলাল ২৫ নভেম্বর ২০২৫ তারিখে বরিশাল সংবাদ সম্মেলন করেন। তবে হিজলা বাঁশি আলোর মুখ দেখেনি। মেহেন্দিগঞ্জ উপজেলার আকবর হোসেন চৌধুরী এ অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সরকার পক্ষ বালি উত্তোলন বন্ধ রাখে। সর্বশেষ কোস্ট গার্ড হানা দেয়। অবশেষে কোস্ট গার্ড, হিজলা থানায় একটি মামলা দায়ের করে।
সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ড