৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শৈত্যপ্রবাহে মানবিক দৃষ্টান্ত মধ্যরাতে কম্বল নিয়ে অসহায়দের ঘরে ইউএনও।

আপডেট: জানুয়ারি ২, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা রাতে বৃদ্ধা মহিলা কুড়ের ঘরে কম্বল নিয়ে হাজির হয়ে মহিলার গায়ে কম্বল পেঁচিয়ে দিলেন। বৃহস্পতিবার ১লা জানুয়ারি রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে প্রকৃত শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করেন ইউএনও আসমা উল হুসনা।এ সময় তিনি জটিল রোগে আক্রান্ত মোছাম্মৎ সায়েরা বেগম ও কমলা বেগম নামের দুই শীতার্ত নারীর বাড়িতে নিজ হাতে কম্বল পৌঁছে দেন। বিষয়টি ইউএনও তার সরকারি ফেসবুক আইডি ‘UNO Babuganj’ থেকে শেয়ার করলে মুহূর্তের,মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।

ফেসবুক পোস্টে ইউএনও আসমা উল হুসনা লেখেন, কথা দেওয়া যতটা সহজ, রাখাটা ঠিক ততটাই কঠিন।মোসাম্মৎ সায়েরা বেগম ও কমলাকে তাদের বাড়িতে কম্বল পৌঁছে দেব বলে কথা দিয়েছিলাম। সারাদিনের কর্মব্যস্ততা শেষে তাদের বাড়ি খুঁজে বের করলাম। ২০২৬ সাল সবার জন্য সুস্থতা ও মানসিক শান্তির হোক।খোঁজ নিয়ে জানা গেছে, শুধু সায়েরা বেগম ও কমলাই নয়,সম্প্রতি শৈত্যপ্রবাহে বাবুগঞ্জ উপজেলার বেদে সম্প্রদায়সহ বিভিন্ন গ্রামের শতাধিক প্রকৃত শীতার্ত অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে তিনি সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল পৌঁছে দিয়েছেন ।সদ্য যোগদান কৃত বাবুগঞ্জ উপজেলা ইউএনও আসমাউল হুসনা তার মহতি উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।জানি ও সুশীল সমাজরা বলেন, প্রশাসনের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রকৃত অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

86 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন