৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল -৩আসন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট: জানুয়ারি ৩, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে ;ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনন্দ বইছে বরিশাল -৩ (বাবুগঞ্জ মুলাদ)আসনে ।শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন।
​​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরিশাল -৩ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এবি পার্টি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামি আন্দোলনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, গণঅধিকারের ফাহিম ইয়ামিনের,মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে। দায়ের হওয়া আপিলগুলোর ফয়সালা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। কোনো প্রার্থী চাইলে ২০ জানুয়ারির মধ্যে তার মনোনয়ন সরিয়ে নিতে পারবেন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আসল কাউন্টডাউন।
​আগামী ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা কোমর বেঁধে নামবেন প্রচারের ময়দানে। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে সেই প্রচারের পালা। সব শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট যুদ্ধে নির্ধারিত হবে বরিশাল -৩ আসনের ভাগ্য।
আপাতত এবি পার্টি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ হওয়ার খবরে উপজেলা জামায়াত নেতাকর্মীদের মাঝে বইছে খুশির হাওয়া, কারণ জামায়াতের সাথে জোট হাওয়ায় এ আসনে জামায়াত ইসলামী প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর মনোনয়নপত্র দাখিল করেননি। তবে ভোটের পাটিগণিতে শেষ হাসি কে হাসবেন- তার সিদ্ধান্ত দেবে বরিশাল ৩ আসনের জনগণ।

47 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন